বগুড়া প্রতিনিধি॥
বগুড়ায় রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে শহরের নামাজগড়স্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মুঞ্জুরুল হক মঞ্জু। বিেিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১ বগুড়ার সহকারি রাজস্ব কর্মকর্তা রাজু আহম্মেদ। বিশেষ অতিথি রাজু আহম্মেদ তার বক্তব্যে এলপি গ্যাস ব্যবসায়ীদের ভ্যাট প্রদানের আওতায় আনার জন্য মূল্যবান মতামত ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আমজাদ, মোঃ শফিকুল ইসলাম খোকন, বজলুর রািশদ, আসলাম খান, মুরাদ মিঞা, শ্রী-সমর দাস, নুরুল ইসলাম, রাজু আহম্মেদ লিলু, রবিউল ইসলাম, সুলতান মাহমুদ, সাব্বির সানজিদ প্রমূখ।