কমলগঞ্জ প্রতিনিধি॥
মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আবদুল হামিদ মাহবুব নির্বাচিত হয়েছেন।সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন ও এটিএনবাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ। সাধারণ সম্পাদক পদে সালেহ এলাহী কুটি।যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মৌমাছি কন্ঠ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ডিবিসি প্রতিনিধি পান্ন দত্ত। এ ছাড়া বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, দপ্তর সম্পাদক দৈনিক ডেসটিনি প্রতিনিধি পার্থ স্বারথী পাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমার সংবাদ প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল। সদস্য পদে দিপ্ত টিভি প্রতিনিধি বকসি মিছবাউর রহমান, খবরপত্র প্রতিনিধি শই সরকার জগলু, সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, চ্যানেল ২৪ প্রতিনিধি দেওয়ান মুক্তাদীর গাজী ও যমুনা টিভি প্রতিনিধি আফরোজ আহমেদ।
শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট আব্দুল মোছাব্বির।
নির্বাচনে কে কত ভোট পেলেন:
সভাপতি পদে আবদুল হামিদ মাহবুব ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বি সওয়াব আহমদ পেয়েছেন ৯ ভোট। সহ-সভাপতি পদে সৈয়দ হুমায়েদ আলী শাহীন ১৬ ভোট ও সৈয়দ মহসীন পারভেজ ১৫ পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্ধি অশোক কুমার দাস ১২, নুরুল ইসলাম শেফুল ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে সালেহ এলাহী কুটি ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ফেরদৌস আহমদ পেয়েছেন ১২ ভোট। যুগ্ম-সম্পাদক পদে শেখ সিরাজুল ইসলাম সিরাজ ১৪ ভোট ও নজরুল ইসলাম মুহিব ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি নুরুল ইসলাম ১৩ ও এস এম মেহেদী হাসান ৯ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে পান্না দত্ত ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি শাহ অলিদুর রহমান ১৫ ভোট পান।