রংপুর, প্রতিনিধি॥
প্রেসক্লাব, পীরগাছা, রংপুর’র দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সন্ধ্যায় ক্লাব আহ্বায়ক একেএম আমিনুল ইসলাম স্বপন আনুষ্ঠানিক ভাবে ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষনা করেন। এতে সভাপতি পদে এম খোরশেদ আলম (দৈনিক করতোয়া/যুগের আলো), সাধারন সম্পাদক পদে হারুন অর রশিদ (দৈনিক যুগান্তর/যুগের আলো) ও সাংগঠনিক সম্পাদক পদে কাজী শহিদুল ইসলাম (দৈনিক প্রথম খবর) সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হন। এছাড়াও সহ সভাপতি পদে তোজাম্মেল হক মুন্সি (দৈনিক পরিবেশ), যুগ্ম সম্পাদক পদে তাজরুল ইসলাম (খোলা কাগজ/দাবানল), কোষাধ্যক্ষ পদে আব্দুস সাত্তার আজাদ (দৈনিক জনতা), দপ্তর সম্পাদক পদে মফিদুল ইসলাম গোলাম আযম (দৈনিক নয়া দিগন্ত), ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ই¯্রাফিল মিঞা (দৈনিক সংগ্রাম), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফজলুর রহমান (দৈনিক ভোরের দর্পণ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আব্দুস সামাদ সরকার (দৈনিক চাঁদনী বাজার) এবং নির্বাহী সদস্য পদে একেএম আমিনুল ইসলাম (দৈনিক যায়যায় দিন), মকবুল হোসেন (দি নিউ নেশন), আসাদুজ্জামান মানিক (দৈনিক মাতৃছাড়ায়), এসএম সিরাজুল ইসলাম (দৈনিক বায়ন্নর আলো), শাহ কামাল ফারুখ লাবু (দৈনিক ভোরের কাগজ/বার্তা সংস্থা এফএনএস) নির্বাচন করা হয়।
এদিকে প্রেসক্লাব পীরগাছার নব নির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।