রংপুর প্রতিনিধি॥
রংপুরের গঙ্গাচড়ায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র্যালী, মানববন্ধন, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রামানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অফিসার কল্যাণ ক্লাবে উপজেলা ভাইস চেয়ারম্যান ফছিউল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাবেক প্রধান শিক্ষক কাজী শরিফুজ্জামান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম বাদশা, সদস্য প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সাংবাদিক আব্দুল আলীম প্রামানিক, ফরিদা ইয়াসমিন প্রমূখ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে একটি র্যালী উপজেলা চত্তর থেকে বের গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে এসে মানববন্ধন করে।