চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ॥
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবু হায়াত মোহাম্মদ রহমাতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।প্রধান অতিথি জানান ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে আগামী ১৭ এপ্রিল সকালে র্যালী ও চাঁপাইনবাবগঞ্জ মুজিব চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।