রংপুর প্রতিনিধি॥
বিশ্ব অটিজম দিবস রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয় । গতকাল সোমবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল । জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা প্রশাসক এনামূল হাবীব ও সিভিল সার্জণ ডা: আবু মো: জাকিরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল সাইফুর রহমান,মুক্তিযোদ্ধা আকবর হোসেন প্রমূখ। এর আগে জেলা প্রশাসকের কার্যারয়ের সামনে থেকে এক বিশাল র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুলিশ হলে এসে শেষ হয়।