রংপুর অফিস॥
ছাত্রলীগের ৪ নেতাকে মাদক ব্যবসায়ী উল্লেখ করে সংবাদ প্রকাশের অভিযোগে ক্যাম্পাসে প্রথম আলোকে অবাঞ্চিত ঘোষণা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ। সোমবার মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়। বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ তুষার কিবরিয়া জানান, প্রতিবেদনে উল্লেখিত অভিযোগ প্রমাণ করতে ২৪ ঘন্টার আল্টিমেটামও দেওয়া হয়েছে । সেই সাথে মানহানি মামলা দায়েরসহ ক্যাম্পাসে পত্রিকাটি বর্জনের ঘোষণা দেওয়া হয়।