• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

এইচ এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

আপডেটঃ : সোমবার, ২ এপ্রিল, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেলার ২৪ টি কেন্দ্রে সকাল ১০ টায় একযোগে শুরু হয়েছে পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, নির্বিঘœ এবং নকলমুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।সকাল ৯টা থেকে প্রতিটি কেন্দ্রের মূল ফটক বন্ধ রেখে শুধুমাত্র পরীক্ষার্থীদের দেহ তল্লাসী করে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। এ সময় পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ যেন ভেতরে প্ররেশ না করেন সেজন্য বারবার মাইকে ঘোষণা দেয়া হয়। তবে পরীক্ষা শুরুর আধা ঘন্টা পর জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান ও পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম নবাবগঞ্জ সরকারী কলেজ কেন্দ্র পরিদর্শণে আসেন। এ সময় জেলা প্রশাসক জানান, সরকারী নিয়ম অনুযায়ী বিধি মোতাবেক জেলার সকল কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়েছে। তাছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্রের আশেপাশের ফটোকপির দোকানসমূহ বন্ধ রাখা হয়েছে। এছাড়া জেলার কোন কেন্দ্রে কোন অনিয়মের খবরও পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ