• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

সত্যবাদিতা ॥ মানবতা ও দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শনের মাধ্যমে শপথ নিলো শিক্ষার্থীরা

আপডেটঃ : সোমবার, ২ এপ্রিল, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে লাল কার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শনের মাধ্যমে শপথ নিলো শিক্ষার্থীরা। প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল হাসান এ সময় শিক্ষার্থীদের ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ না হতে,  শিক্ষার্থীদের সকল প্রকার মাদকসেবন না করার ও সবসময় সত্য কথা বলার শপথ বাক্য পাঠ করান।  সোমবার দুপুরে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করে “লাল সবুজ উন্নয়ন সংঘ”। এ সময় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এই শপথে অংশ নেয় ।  শপথ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লাল সবুজ সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মুর্শেদ। পরে ১৪ তম জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জে লাল সবুজ সংঘের শাখার উদ্বোধন করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ