চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে আজ সোমবার জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিশ্ব অটিজম সচেনতা দিবস পালিত হয়েছে। এবারের স্লোগান “ নারী ও বালিকার ক্ষমতায়ন, হোক না তার অটিজম বৈশিষ্টসম্পন্ন”। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভায় মিলিত হয়। আলোচনাসভা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক, সমাজসেবা দপ্তরের প্রবিশন অফিসার সিরাজুম মনির আফতাবী, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর শামিম আলী, আরএসডিএফ’র নির্বাহী পরিচালক মো. মঞ্জুরুল ইসরাম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, অটিজমসহ সকল প্রতিবন্ধীদের বেঁচে থাকার অধিকার রয়েছে। তারা সমাজের বোঝা নয়, তারা সমাজেরই অংশ। তাদের প্রতি অবহেলা না করে, পাশে দাঁড়াতে হবে। বর্তমান সরকার অটিজমসহ প্রতিবন্ধীদের সাবলম্বী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছেন।
এসময় সরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধিসহ প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।