• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

কালিহাতীর সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তি উদযাপিত

আপডেটঃ : সোমবার, ২ এপ্রিল, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার(২ এপ্রিল) বিদ্যালয়ের পক্ষ থেকে দিনভার বর্ণাঢ্য নানা কর্মসূচি পালন করা হয়।
বিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ প্রামাণিকের সভাপতিত্বে
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হযরত মো. রফিকুল ইসলাম মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল খালেক, মজিবর রহমান, শামীম আল মামুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা।
উল্লেখ্য, স্বাধীনতা অর্জনের তিন বছর আগে ১৯৬৮ সালে সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার সুবর্ণ জয়ন্তি ও পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের সারাদেশে ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থী সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ