• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

টাঙ্গাইলে টেম্পো খাদে পড়ে নিহত ১

আপডেটঃ : সোমবার, ২ এপ্রিল, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের মাগুরআটা গ্রামে ব্যাটারি চালিত একটি যাত্রীবাহী টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাইফুল আলম বাদশা(৫৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন। সোমবার(২ এপ্রিল) সকাল ১০টার দিকে ওই গ্রামের কুইচবাড়ি রোডের মনতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল আলম বাদশা কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ধুুনাইন গ্রামের বাসিন্দা। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী জানান, সকালে এলেঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটো টেম্পো মগড়া হয়ে শহরে যাচ্ছিল। পথে কুইচবাড়ি রোডের মনতলা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে টেম্পোটি উল্টে খাদে পড়ে যায়। এতে চালকসহ ১১ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল আলম বাদশার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ