সাতক্ষীরা প্রতিনিধি॥
সাতক্ষীরা মুন্সিগঞ্জ মহাসড়কের কালিগঞ্জ উপজেলার কাটাখালি নামক স্থানে দুটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে ২ জন নিহত হয়েছেন। এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুইজনকে উদ্ধার কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে। নিহতরা হলেন মথেরেশপুর ইউনিয়নের নিজদেবপুর গ্রামের মৃত মফিজউদ্দীন সরদারের ছেলে মান্নান সরদার (৫০) ও দক্ষিণশ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের গাজী আজগর হোসেনের ছেলে নুর হোসেন (৩০)। আহত হয়েছেন সোনাতলা গ্রামের গাজী আব্বাস হোসেনের ছেলে ও কালিগঞ্জ কলেজের ইন্টার ফাস্ট ইয়ারের ছাত্র সোহাগ হোসেন (১৭) ও তারালী ইউনিয়নের তেতুলিয়া বরেয়া গ্রামের মহব্বত সরদারের মেয়ে ও স্থানীয় আলাউদ্দীন ডিগ্রি কলেজের ইন্টার ফাস্ট ইয়ারের ছাত্রী সুমাইয়া আক্তার (১৭)। প্রত্যাক্ষদর্শীরা জানান মান্নান মুন্সিগঞ্জ-সাতক্ষীরা মহসড়ক দিয়ে নিজের বাড়ী থেকে সাতক্ষীরা উদ্দেশ্যে বাহির হলে কাটাখালী নামক স্থানে পৌছালে নুর হোসেনের শ্যামনগর মুখি মটর সাইকেলের সাথে তার মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনা স্থলে মান্নান ও নুরহোসেন নিহত হন। নুর হোসেনের মটর সাইকেলের যাত্রী তার চাচাত ভাই সোহাগ ও তার প্রেমিকা সুমাইয় আহত হন। স্থানীয়রা কালিগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসে সংবাদ দিলে ঘটনা স্থল থেকে ৪ জনকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা অফিসার আকছেদুর রহমান বলেন মান্নান ও নুর হোসেন ঘটনা স্থলে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে আহত দুইজন আশংকা মুক্ত আছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুবীর দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।