• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

জেলা তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা

আপডেটঃ : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি॥
গতকাল সকাল ৯.৩০ মিনিটে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা জামে মসজিদের পেশ ইমাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন। যৌতুক ব্যলবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মাদ রায়হান। মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর পনিতে ডোবা প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন এডিডি ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর নিলুফার ইয়াসমিন। দুর্যোগ কালীন নারী ও শিশুর সচেতনতা, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন সহকারী পোস্ট মাস্টার জেনারেল কে এম শরীফ। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ কারীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ