• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন আগামী ১৫ মে

আপডেটঃ : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন আগামি ১৫ মে অনুষ্ঠিত হবে। সোমবার(২ এপ্রিল) বাংলাদেশ নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি তফসীল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ এপ্রিল। যাচাই-বাছাই ১৯  এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৬ এপ্রিল। ভোটগ্রহণের তারিখ ১৫ মে।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার এবং বাসাইল পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বাসাইল পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি তফসীল ঘোষণা করেছে।
তবে তফসিল ঘোষণার আগেই টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করে বিএনপি। আসন্ন এই নির্বাচনে বিএনপির মনোনয়ন পান উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল। গত শুক্রবার (৩০ মার্চ) বিকালে এক জরুরি সভায় উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান মৌখিকভাবে এ ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ