• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

কুমিল্লা নগরীর রেসকোর্সের একটি বাসা থেকে কলেজ ছাত্রের গলাকাটা লাশ ও গুলিবিদ্ধ একজনে উদ্ধার

আপডেটঃ : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর রেসকোর্সের কাঠেরপুল এলাকায় একজনকে গলাকেটে হত্যা ও একজনকে গুলিবিদ্ধ করা হয়েছে। পুলিশ খবর পেয়ে লাশ ও আহত ব্যাক্তিকে উদ্ধার করে। নিহত ও আহত দুজনেই কুমিল্লা সরকারী কলেজ ছাত্র। বুধবার ভোর সাড়ে ৬ টা এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নগরীর রেসকোর্স কাঠেরপুল এলাকার একটি তিনতলা বাড়ির একটি কক্ষে সাগর দত্ত সজিব সাহা নামের দুই ছাত্র ভাড়া থাকত। তাদের পাশের আরো দুটি কক্ষে দু,জন করে আরো চার জন ভাড়া থাকত। ভোর সাড়ে ছয়টায় একটি গুলির শব্ধ পেয়ে পাশের লোকজন দৌড়ে আসে। লোকজন এসে সাগর দত্তকে গলাকাটা ও সজিবকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। নিহত সাগর দত্ত কুমিল্লা চান্দিনা উপজেলার চিলোরা গ্রামের সংকর দত্তের ছেলে। আহত সজিব সাহা ব্রাহ্মনবাড়িয়া জেলার বান্ছারাপুর উপজেলার উজানচর গ্রামের রাখাল সাহার ছেলে। । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছে সাগরের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং আহত সজিবকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রেম সংক্রান্ত ঘটনার জেরে এ হত্যাকান্ড হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ