• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

সদ্য নিয়োগ পাওয়া কনষ্টেবল’র বাড়ীতে ফুল ও মিষ্টি নিয়ে হাজির পুলিশ

আপডেটঃ : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি॥
পুলিশ ভেরিফিকেশন একটি ভুগান্তি এই ধারনাকে পাল্টাতেই  ভালুকা উপজেলার সদ্য নিয়োগ পাওয়া পুলিশ কনষ্টেবলদের বাড়ীতে ফুল ও মিষ্টি নিয়ে হাজির হচ্ছেন ভালুকা মডেল থানার পুলিশ। উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ গ্রামের সুলমান শেখের ছেলে হোসেন আলীর কনষ্টেবল পদে চাকুরী হয়।
বুধবার সকালে তার বাড়ীতে ভালুকা মডেল থানার দুইজন এস আই ফুল ও মিষ্টি নিয়ে হাজির । ঘটনাটি দেখে সদ্য নিয়োগ পাওয়া হোসেন আলীর মা আবেগাপ্লুত হয়ে পরেন। তিনি কান্নাজরিত কন্ঠে বলেন,পুলিশ আগের জায়গায় নাই ,তারা এখন মানবতার ধারক ও বাহক। এই বাহিনীতে আমার ছেলে নিয়োগ পাওয়া আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
ভায়াবহ ওয়ার্ড মেম্বার আলম মিয়া জানান, ভেরিফিকেশনে পুলিশ এসে ফুল ও মিষ্টি দিয়ে গেছে । এতে আমি সহ আমার ওয়ার্ডের সকলেই খুবই খুশী। ভালুকা থানার ওসি সাহেব বরাবরই ভিন্ন ভিন্ন প্রক্রিয়া গ্রহণ করে । তিনি ভালুকায় যোগদান করার পরই ভালুকা মডেল থানা একটি আধুনিক মডেল থানা হিসাবে আতœপ্রকাশ পেয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন অর রশিদ জানান,এবারে ভালুকায় ২০ জন পুলিশ কনষ্টেবল পদে চুরান্ত নিয়োগ পেয়েছে। সবার বাড়ীতেই আমার পক্ষ থেকে এই ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশই জনতা,জনতাই পুলিশ- এই শ্লোগানকে বাস্তবিক অর্থে ধারন করতেই আমার এই ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ