রংপুর অফিস॥
রংপুরের ৮ উপজেলা থেকে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) ফলাফলের ভিত্তিতে মোট ১ হাজার ৪’শ ৬৯ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬’শ ৮১ জন, সাধারণ কোটায় ৭’শ ৮৬ জন এবং সম্পূরক কোটায় ২ জন রয়েছেন। গত ৩ এপ্রিল মঙ্গলবার এ ফলাফল প্রকাশ করা হয়। রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এসকল তথ্য জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রংপুর সদর উপজেলায় ট্যালেন্টপুলে ১’শ ৫৬ জন ও সাধারণ কোটায় ২’শ ২৭ জন মিলে মোট বৃত্তি পেয়েছে ৩’শ ৮৩ জন, মিঠাপুকুর উপজেলায় ট্যালেন্টপুলে ১’শ ১১ জন ও সাধারণ কোটায় ১’শ ৫ জন মিলে মোট বৃত্তি পেয়েছে ২’শ ১৬ জন, বদরগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুলে ৮৬ জন ও সাধারণ কোটায় ১’শ ১৫ জন এবং সম্পূরক কোটায় ২ জন মিলে মোট বৃত্তি পেয়েছে ২’শ ৩ জন, পীরগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুলে ৯০ জন ও সাধারণ কোটায় ৯৩ জন মিলে মোট বৃত্তি পেয়েছে ১’শ ৮৩ জন, কাউনিয়া উপজেলায় ট্যালেন্টপুলে ৫৪ জন ও সাধারণ কোটায় ৯৩ জন মিলে মোট বৃত্তি পেয়েছে ১’শ ৪৭ জন, গংগাচড়া উপজেলায় ট্যালেন্টপুলে ৭৮ জন ও সাধারণ কোটায় ৬৩ জন মিলে মোট বৃত্তি পেয়েছে ১’শ ৪১ জন, পীরগাছা উপজেলায় ট্যালেন্টপুলে ৭১ জন ও সাধারণ কোটায় ৫৭ জন মিলে মোট বৃত্তি পেয়েছে ১’শ ২৮ জন, তারাগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুলে ৩৫ জন ও সাধারণ কোটায় ৩৩ জন মিলে মোট বৃত্তি পেয়েছে ৬৮ জন বৃত্তি পেয়েছে।