রংপুর অফিস॥
মহানগলীর খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুররহমান মোস্তফা । এতে খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান তরু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিলকিছ বেগম, রংপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন, সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার সরকার, কম্পিউটার শিক্ষক আতাউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য এইচএম শামীমুল ইসলাম শামীম, খটখটিয়া জামে মসজিদের ঈমাম ইউনুছ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক সদস্য, ম্যানেজিং কমিটির সদস্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থাপনা করেন ছফুরা খাতুন।