• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

আফিস ছুটির পর বাসায় যাওয়ার পথে গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক গণধর্ষণ

আপডেটঃ : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে কচমচ এলাকায় বাসে ভিতরে নিয়ে এক (২৪) বছরের গার্মেন্টস  শ্রমিক নারীকে রাস্তা থেকে জোর পূর্ব তুলে নিয়ে গিয়ে  বাসের মধ্যে ড্রাইভার-হেলপার সহ এলাকার বকাটে কিছু লোকেরা মিলে তাকে একাধিবার ধর্ষণ করেছে বলে জানা গেছে।

রবিবার (৮ এপ্রিল) দিনগত রাত ১০ ঘটিকার সময় আফিস ছুটি হওয়ার পরে  ঢাকা-আরিচা মহাসড়কের ধামর্ইা কচমচ এলাকায় একটি যাত্রী সেবা বাসের ভিতরে গনধষর্ণের এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় পাঁচ ধষর্কে আটক করেছে ধামরাই থানা পুলিশ ।

আটককৃতরা ঢাকা জেলার ধামরাই থানার গাওয়াইল গ্রামের মোঃ কালু মিয়ার ছেলে মোঃ সোহেল রানা (২০) একই উপজেলার কেলিয়া গ্রামের মৃত- রাজু সরদারের ছেলে মকবুল হোসেন (৩৮), চুয়াডাঙ্গা উপজেলার  কোটপাড়া গ্রামের মৃত- শফি মল্লিকের ছেলে  বাবু মল্লিক(২৪), ময়মনসিং জেলা ফুলবাড়ি থানার দেওখোলা গ্রামের মৃত- জসিম উদ্দিনের ছেলে আব্দুল আজিজ(২৫),নিলর্ফামারী জেলার ডিমরান থানার সরকার বাড়ীর গ্রামের মহল্লালের ছেলে  বলরাম(২০)।

এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরির্দশক (এস আই) ভজন রায় জানান, এ সময় গার্মেন্টসের নারী পোশাক শ্রমিক রাত ১০টায় ছুটি হওয়ার পরে ধামরাই ইসলামপুর নিজ বাসায় যাওয়ার পথে বকাটে লম্পটরা জোর পূর্বক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে কচমচ এলাকায় একটি যাত্রী সেবা বাসের ভিতরে নিয়ে জোর করে ধষর্ণ করলে পোশাক শ্রমিক নারী চিৎকার করতে থাকে। চিৎকার শুনে আশে পাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বাসটিকে ঘেরাও করে বাসের ভিতর গিয়ে দেখা যায় তারা এক নারীকে ধর্ষণ করতেছে। ধর্ষণের অবস্থায় ৫ ধর্ষককে আটক করা হয়েছে।

এই ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন আমরা ইতি মধ্যে ধর্ষণের ঘনটায় ৫ জনকে আটক করেছি । এদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ