টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রবীণ সাংবাদিক ও ধনবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রেজাউল করিম সিদ্দিকী ওরফে মতি ডাক্তার আর নেই। রোববার(৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার(৯ এপ্রিল) দুপুরে ধনবাড়ী জমিদারবাড়ি মাঠে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাযা নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়। পরে তাকে ধনবাড়ীর পূর্ব মিয়াপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রকাশ, জীবদ্দশায় মো. রেজাউল করিম দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক শক্তির মধুপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।