টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’- স্লোগানে কোটা পদ্ধতির সংস্কার সহ পাঁচদফা দাবি আদায় ও সারা দেশের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মুখে কালো কাপড় বেধে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে। সোমবার(৯ এপ্রিল) বিকালে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নামানোসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারের গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘কোটা পদ্ধতি সংস্কার চাই’ কমিটির আহ্বায়ক আবির আহমেদ, যুগ্ম-আহ্বায়ক পারভেজ মোশারফ, মাসুদ রানা প্রমুখ।
সমাবেশ শেষে মুখে কালো কাপড় বেঁধে ২ মিনিট মৌন অবস্থান কর্মসূচি পালন করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।