• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

সাতক্ষীরা কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানির অভিযোগ

আপডেটঃ : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

এস.কে. কামরুল হাসান (সাতক্ষীরা জেলা প্রতিনিধি)॥
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চলছে সীমাহিন দুর্নীতি ও অনিয়ম যার ফলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হচ্ছে ডাক্তারদের মাধ্যমে এমনই অভিযোগ রোগীদের। রোগীদের বিভিন্ন ধরনের টেষ্ট করাতে হবে ডাক্তারদের পছন্দমত ডায়াগনেষ্টিক সেন্টারে আর তা না করালে রোগীদের টেস্টের রিপোর্ট না দেখেই ছুড়ে ফেলে দেন ডাক্তাররা। সরেজমিনে শনিবার সকাল ১১ টার দিকে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আকছেদুর রহমানের কক্ষ তালা বদ্ধ দেখা যায় এমনকি হাসপাতালের কোথাও দেখা মেলেনি তার। তাছাড়া জরুরি বিভাগে সার্বক্ষনিক ডাক্তার থাকার কথা থাকলেও বন্ধ দেখা যায় জরুলি বিভাগ তবে হাসপাতালের মধ্যে বিভিন্ন স্থানে ঔষধ কোম্পানির লোকজনদের ব্যাপক আনাগোনা চোখে পড়ে। হাসপাতালে সাংবাদিকদের দেখে  উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আব্দুল খালেকের  স্ত্রী মাহফুজা খাতুন (৩৫) অভিযোগ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: জিয়াউর রহমানের বিরুদ্ধে এসময় তিনি বলেন দীর্ঘ দিন যাবৎ  গলাগন্ড রোগে ভুগছেন যার কারনে সে স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা নিতে এসে ডাক্তার জিয়াউর রহমানকে দেখান। এসময় ডাক্তার তার গলা  টেষ্ট করানোর জন্য প্রেসক্রিপশন করে দেন এবং বলেন টেষ্ট করার আগে তার কাছে শুনে যেতে।  যে ডায়াগনষ্টিক সেন্টারে পাঠিয়ে দিবেন সেখান থেকে টেষ্ট করার জন্য তাকে ডাক্তার বলেন। কিন্তু রোগী মাহফুজা খাতুন ডাক্তারের নিকট না শুনেই  অন্য স্থান থেকে টেষ্ট করিয়ে এনে ডাক্তার জিয়াউর রহমানের কাছে রিপোর্ট নিয়ে যান। তার রিপোর্ট না দেখেই  তিনি ফেলে দেয়  এবং বলেন  যেখান থেকে টেষ্ট করিয়েছেন সেখানে যেয়ে  রিপোর্ট দেখান। শেষ পযর্ন্ত রিপোর্ট না দেখেই তাকে তিনি  বাহির করে দেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক্তার জিয়াউর রহমান কাছে  বিষয়টি সম্পর্কে অস্বীকার করে এমন ব্যবহার  তার জানা সত্বে কারও সাথে করেননি বলে জানান তিনি। এছাড়া দেখাযায় হাসপাতালের আশে পাশের পরিবেশ ও নোংরা অস্বাস্থ্যকর। তাছাড়া হাসপাতালের রোগীদের কক্ষ দুর্গন্ধ ও নোংড়া।কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: শেখ আকছেদুর রহমানের কক্ষে তালা বদ্ধ থাকায় তার ব্যবহৃত মুঠো ফোনে (০১৭১২-২১৬৯১৫) ফোন দিলে  তিনি  রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ