ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা নামক স্থানে কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় কাদির মাস্টার (৬৫) নামের একজন ঘটনা স্থলেই নিহত হয়েছেন। এছাড়া তার ছেলে জুয়েল খান গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারাযায়। জানাযায়, (২২এপ্রিল) রবিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কাদির মাস্টারের বাড়ি উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি গ্রাামে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ইনচার্জ মোঃ আব্দুসালাম জানায়, ময়মনসিংহগামী কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো- ১১-৪২-৯৫) পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো-ক ০২-০৯-৪১) ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী পল্লী চিকিৎসক কাদির মাস্টার (৬৫) নিহত হয়। এসময় প্রাইভেট কারে থাকা তার আরও ২ ছেলে বাছির খান, বিপ্লব খান ও ড্রাইভার গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।