• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় আবারও আগের জায়গায় বোয়ালিয়া পশু হাট ব্যবহার শুরু হচ্ছে স্কুল মাঠ

আপডেটঃ : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবচেয়ে বড় বোয়ালিয়া পশু হাটটি নিজস্ব জায়গা ছেড়ে আবারও আগের জায়গায় বসছে। আজ রোববার বাংলা বছরের দ্বিতীয় দিনের মত হাটটি ইজারা গ্রহীতার পছন্দের জায়গায় বসানো হয়েছে। সপ্তাহে প্রতি রোববার এ পশু হাটটি বসানো হয়। এদিকে আজ রোববার স্থানীয় স্কুল মাঠে গরু হাট লাগানো ও মাঠটিতে গরু বহনের নছিমন, করিমনের গ্যারেজ করতে দেখা গেছে। স্থানীয় উপজেলা প্রশাসন থেকে গত বছরের জুলাই মাসে বোয়ালিয়া পশুর হাটটির জন্য নগরবাড়ি মহাসড়কের পূর্ব পাশে ৫ শতক নিজস্ব জায়গা কেনা হয়। গত বছর ইজারা গ্রহীতা সে জায়গায় হাটটি বসায়। সেখানে হাটের নিজস্ব জায়গায় অফিস ঘর রয়েছে। এর আগে মহাসড়কের পূর্ব পাশে পশু হাটটি বসানো হত। এবারে বোয়ালিয়া পশু হাটটি ইজারা মূল্য হয়েছে প্রায় ৩ কোটি ২৯ লাখ টাকা বলে জানা যায়।
এ হাটের ইজারা গ্রহীতা আব্দুস ছোবাহান ফকির জানান, সাধারণ জনগণের সুযোগ সুবিধা চিন্তা করে হাটটি আবারও এখানে বসানো হয়েছে। এর জন্য জায়গা ভাড়া নেওয়া হয়েছে। তিনি বলেন, স্কুল মাঠটি হাটটির জন্য ব্যবহার করা অর্থাৎ কোন গরু, বাছুর কিংবা কোন নছিমন, করিমন রাখা হচ্ছে না। পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান জানান, তার স্কুল মাঠটির সীমানা নির্ধারণ করে বাঁশের খুঁটি পুঁতে বেড়া দেওয়া হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গরু, বাছুর কিংবা কোন বাহন স্কুল মাঠটিতে রাখতে দেওয়া হবে না। এবারে এ বিষয়ে কঠোর পদক্ষেপ থাকবে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, কোন অবস্থাতেই স্কুলের মাঠ পশু হাট কিংবা নছিমন করিমন সহ কোন বাহন রেখে ব্যবহার করতে দেওয়া হবে না। এর জন্য প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ