• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন

ভালুকায় স্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা

আপডেটঃ : শনিবার, ৫ মে, ২০১৮

ভালুকা (ময়মনসিংহ)  প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার ১ নং ওয়ার্ডের জসীম উদ্দীনের ছেলে সোহেল রানা তার স্ত্রী সানজিদা আক্তার আঁিখর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৫১ তারিখ-২৭/৪/২০১৮ ইং ধারা ৩২৮/৩৮০ পেনাল কোড ১৮৬০।
অভিযোগে জানাযায়, গত ৮ মাস পূর্বে একই এলাকার আমির উদ্দীন খানের মেয়ে সানজিদাকে ইসলামী শরিয়ত মতে সোহেল রানা বিয়ে করেন। বিয়ের পর থেকে কারনে অকারনে তার স্ত্রী ঘর থেকে টাকা পয়সা জিনিষপত্র সরাতে থাকে। এসব ব্যাপারে প্রতিবাদ করলে আঁখি সংসার করবেনা বলে হুমকি দেয়।
এ ব্যাপারে স্থানীয়ভাবে শালিশ দরবারে কোন ফল হয়নি। গত ২৪ এপ্রিল রাতে সোহেলকে শরবতের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে সানজিদা তার ভাই রতন মিয়ার সহযোগিতায় স্বর্ণালংকার ও নগত টাকা সহ প্রায় সারে ৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরদিন জ্ঞান হওয়ার পর চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন ও ঘরে স্ত্রীকে না পেয়ে খোজা খোজির পর ভালুকা থানায় অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ