উল¬াপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল¬াপাড়ায় এখন মোবাইল ধান কল জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয়ভাবে নিজস্ব মেধায় তৈরী এটি ভ্রাম্যমান ধান কল নামেও অনেকেরই কাছে পরিচিতি পেয়েছে। এটি মুলত ধান ভাঙ্গানো মেশিন। শ্যালোইঞ্জিনে চালিত এ কলে এখন ধান ভাঙ্গানোর মোক্ষম সময় কাল চলছে। উল¬াপাড়া উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোয় এ ধান কলের চাহিদা সব চেয়ে বেশি বলে জানা গেছে। এর মধ্যে বিনায়েকপুর, আলিগ্রাম, দিঘলগ্রাম, চয়ড়া, ভায়ড়া, গজাইল, সিমলা, হাওড়া, উধুনিয়া গ্রাম এলাকায় এ ধান কলে চলছে ধান ভাঙ্গানো। এ সব এলাকার গৃহস্থেরা গোটা বছরের জন্য পরিবারের প্রয়োজনীয় পরিমান ধান ভাঙ্গীয়ে চাল মজুত করে রাখছে বলে জানা যায়। জানা গেছে, গ্রামের যেখানেই ডাক পরে মালিক ধান কলটি নিয়ে সেখানেই গৃহস্থ বাড়ীতে হাজির হয়। বাড়ীর উঠোন আঙ্গিনায় রেখে এ কলে ধান ভাঙ্গানো হয়। বিনায়েকপুর গ্রামের মোঃ নুরুন্নবী এমন একটি ধান কলের মালিক। তিনি জানান, এলাকায় এখন গৃহস্থ পরিবারগুলোর মাঝে এ কলে ধান ভাঙ্গানোর ধুম পড়েছে। প্রতি মণ ধান ভাঙ্গাতে ৩০ টাকা নেওয়া হচ্ছে। দিনের সকাল থেকে সন্ধ্যা অবদি ৪০ থেকে ৪৫ মণ ধান ভাঙ্গাতে পারছেন। তার হিসাবে খরচ বাদে প্রতিদিন ৯শ থেকে ১ হাজার টাকা তার আয় হচ্ছে। এ কল তৈরীতে সব মিলিয়ে তার প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে।