• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

দেশ ছাড়ছেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি তিনি ভারতের পশ্চিমবঙ্গেও কাজ করেন। অভিনয় গান দুটি সমান তালেই চলে তার। তবে নতুন কোনো ছবিতে অনেক দিন ধরে অভিনয়ের খবরে নেই ঢালিউডের এই অভিনেত্রী।

এদিকে, অভিনয়ের বাইরেও পড়াশোনাতে বেশ মনোযোগী এই নায়িকা। ক্যারিয়ারের ব্যস্ত সময়েই তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল’তে চার বছরের শিক্ষাজীবন শেষ করেছেন। পেয়েছেন সেকেন্ড ক্লাস। এ পর্যন্তই শেষ নয়। তিনি আরও পড়াশুনা করতে চান। এ জন্য চলতি বছর ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন এই গ্ল্যামার গার্ল। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে পড়াশুনার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া বলেন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার বার অ্যাট ল পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই।

অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন থ্রি’ সিনেমায় কাজ শুরু করেছেন ফারিয়া। ‘জ্বীন টু’র মতো ‘জ্বীন থ্রি’ও পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। এ ছবিতে আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয় ফারিয়ার। একে একে বিগ বাজেটের বাদশা দ্য ডন, হিরো ৪২০, প্রেমী ও প্রেমী, ধ্যাত তেরি কি, ইন্সপেক্টর নটি কে, বস টু, শাহেনশাহসহ ঢালিউড ও টালিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করে নজর কাড়েন এ নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ