• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

চীনের নাকের ডগায় মার্কিন বোমারু বিমান উড্ডান

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
ফাইল ছবি

চীনের একেবারে নাকের ডগায় বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা বাড়িয়ে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের যুদ্ধবিমানের সঙ্গে যোগ দেয় মার্কিন বিমানবাহিনীর বোমারু বিমান। এর মাত্র এক মাসেরও কম সময় আগে গুয়ামের অ্যান্ডারসন বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র নিজেদের সুপারসনিক বি-ওয়ান বোম্বার পাঠিয়েছিল। খবর নিউজ উইকের।

কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি ও চীনের সঙ্গে চলমান দ্বন্দ্ব এবং মিত্র জাপান ও ফিলিপাইনের নিরাপত্তা উদ্বেগের কারণে ওয়াশিংটন এমন পদক্ষেপ নিয়েছিল। গেল বছর ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিপাইনের অর্থনৈতিক জোনে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে চীন। এ সময় বেশ কয়েকবার উভয়পক্ষের মধ্যে জলকামান ব্যবহারের মতো ঘটনাও ঘটেছে।

এমতাবস্থায় মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়া চালায় ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র। এতে ফিলিপাইনের ডজনখানে এফএ-৫০ যুদ্ধবিমান ও দক্ষিণ কোরিয়ার তৈরি টি-৫০ যুদ্ধবিমান অংশ নেয়। পাশাপাশি যোগ দেয় যুক্তরাষ্ট্রের বি-ওয়ানবি বম্বার। এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো মিত্র হচ্ছে ফিলিপাইন। দুই দেশের মধ্যে সাত দশক পুরোনো একটি পারস্পারিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। এ চুক্তির কারণেই দেশটির যে কোনো বিপদে পাশে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। নতুন নতুন মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় বসলেও সে ধারা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ