চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোদাগাড়ী থেকে ছিনতাইকৃত ৮ টি অটো রিকশা সহ ২ জন কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নাচোলে অভিযান চালিয়ে লক্ষীপুর গ্রামের পাকা রাস্তা থেকে ১ অটো চালককে মারপিট করে অটো রিকশা ছিনতাই করে পালিয়ে যায়। এসআই জাহিদুল ইসলাম জানান, পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জ এর তেররশিয়ার রবিউল ইসলাম এর ছেলে বাবু ইসলাম ওরফে শীষ মোহাম্মদকে আটক করা হয়। তিনি আরো জানান, নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসআই জাহিদ।