রংপুর প্রতিনিধি॥
রংপুরের বদরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে লিমন বাবু নামে সাড়ে তিন বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাচাবাড়ি ডাঙ্গিরপাড় এলাকায়। মৃত লিমন বাবু ওই এলাকার লাল মিয়ার ছেলে। জানা গেছে, ঘটনার দিন সকাল থেকেই লিমন বাবুকে পাওয়া যাচ্ছিল না। দুপুরের এক ভুট্টা ক্ষেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তখন দ্রুত লিমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশু লিমন বাবুকে মৃত ঘোষণা করেন। লিমন বাবুর মৃত্যু নিশ্চিৎ করে ডা. জামির আহমেদ জানান, হাসপাতালে আসার আগেই লিমন বাবু মারা গেছে। মৃত্যুর কারন সম্পর্কে এ মূহুর্তে কোনো কিছু বলা সম্ভব নয়।