• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

পীরগঞ্জে টাঙ্গন নদীতে নির্মিত রাবার ড্যামের সুফল পাচ্ছেন ৩০ গ্রামের জেলে ও কৃষক

আপডেটঃ : সোমবার, ২১ মে, ২০১৮

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥
প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে টাঙ্গন নদীতে নির্মিত দুটি রাবার ড্যামের ভূ-উপরিস্থ পানি সেচের কাজে ব্যবহারের সুফল পেতে শুরু করেছে পীরগঞ্জ ও পার্শ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার ৩০ গ্রামে কৃষক।
গত ২০১০ সালের শেষ দিকে পীরগঞ্জ উপজেলার সাগুনি ও পার্শ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার রানীঘাটে টাঙ্গন নদীর উপর এ দুটি রাবার ড্যাম নির্মাণ শুরু করে যথাক্রমে পীরগঞ্জ উপজেলা প্রকৌশল ও বোচাগঞ্জ উপজেলা প্রকৌশল দপ্তর। সাগুনি ঘাটে রাবার ড্যাম নির্মাণে ব্যয় হয় ৯ কোটি ৯০ লক্ষ টাকা। পক্ষান্তরে রানীঘাট রাবার ড্যাম নির্মাণে ব্যয় হয় ৭ কোটি ৪৭ লক্ষ টাকা। এ বিপুল অর্থ ব্যয়ে নির্মিত পীরগঞ্জ উপজেলার সাগুনি রাবার ড্যাম নির্মাণে সময় লাগে প্রায় ৭ বছর ও বোচাগঞ্জ উপজেলার রানীরঘাটে রাবার ড্যাম নির্মাণে সময় লাগে প্রায় ৩ বছর। ২০১৩ সালের ১ অক্টোবর রানীরঘাট রাবার ড্যামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কৃষি অধিদপ্তরের তত্ত্বাবধানে পানি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। ২০১৩ সালের রানীরঘাট ও ২০১৬ সালের সাগুনি রাবার ড্যাম স্থানীয় পানি ব্যবস্থা কমিটির নিকট হস্তান্তর করে এলজিইডি কর্তৃপক্ষ। রাবার ড্যামের মাধ্যমে ভূ-উপরিস্থ পানি সেচের কাজে ব্যবহারের জন্য বিদ্যুৎ চালিত লো-লিফ্ট পাম্প স্থাপনের দায়িত্ব দেওয়া হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে। বরেন্দ্র কর্তৃপক্ষ ইতোমধ্যে পীরগঞ্জ উপজেলার সাগুনি রাবার ড্যামে ৬টি, কোষারানীগঞ্জে ২টি, নওঘাটায় ১টি এবং বোচাগঞ্জ উপজেলার রানীরঘাট রাবার ড্যামে রানীঘাটে ২টি, উশুরগাঁওয়ে ২টি, সাতপুকুরে ২টি, বিদধইলে ১টি সহ মোট ২১টি লো-লিফট পাম্প স্থাপন ও প্লাষ্টিক পাইপ দিয়ে ৩৬ হাজার ৫শ মিটার ভূ-গর্ভস্থ সেচ নালা তৈরি করে। ফলে ২০১৩ সাল থেকে রানীঘাট ও ২০১৬ সাল থেকে সাগুনি রাবার ড্যাম আমন ও ইরি-বোরো মৌসুমে সেচ কাজে ড্যামের পানি ব্যবহার শুরু হয়। এ ব্যাপারে পীরগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী খায়রুল আলম জানান, চলতি মৌসুমে পীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলার ৩০টি গ্রামের দেড় হাজার কৃষকের প্রায় ১১শ হেক্টর জমি সেচের আওয়াতায় এসেছে।
পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা জানান, নদীতে পানি আটক থাকায় দেশি প্রজাতির মাছের বংশ বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে ভূমিহীন অনেক চাষী খাঁচায় মাছ চাষ করার সুযোগ পেয়েছে। ফলে একদিকে যেমন দেশি মাছের প্রজনন ক্ষেত্র তৈরি হবে অন্যদিকে মাছের ঘারতি পুরেন সহায়ক হবে রাবার ড্যাম দুটি।
টাঙ্গন নদীতে নির্মিত দুটি রাবার ড্যামের একটি পীরগঞ্জ উপজেলার সাগুনী রাবার ড্যাম ও অপরটি উপজেলার বৈরচুনা ইউনিয়নের বেলডাঙ্গী গ্রামের পার্শ্ববর্তী দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রানীঘাট রাবার ড্যাম।
সাগুনি রাবার ড্যাম এলাকার সাগুনি, বাঁশগাড়া, মসলন্দপুর, সেনিহারী, ফুটকিবাড়ী গ্রাম এবং বোচাগঞ্জ উপজেলার রানীরঘাট রাবার ড্যাম এলাকার পীরগঞ্জ উপজেলার ভবানিপুর, নওয়াডাঙ্গা, বুড়িপাড়া, দক্ষিণ ও উত্তর ইন্দ্রইল, সিরাইল, বাকাই, ডাঙ্গাপাড়া, করুনা, শ্বাশানঘাট, জগন্নাথপুর, মাধবপুর ও বেলডাঙ্গী গ্রামের মানুষ এবং বোচাগঞ্জ উপজেলার ওসুরগাঁও, সাতপুকুর, বিদধইল, আনড়া, পরমেশ্বরপুর, নারোল, কোদালকাঠী, সুখদেবপুর ও কোকরাডাঙ্গি গ্রামের কয়েক হাজার চাষী সেচ সুবিধা পাচ্ছে।
পীরগঞ্জের সাগুনী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা পরিব উদ্দীন বলেন, তাঁর নেতৃত্বাধীন পানি ব্যবস্থাপনা কমিটিতে বর্তমানে সদস্য সংখ্যা ৩৩৯ জন। ৬টি এলএলপির সাহায্যে সেচ দেওয়া হচ্ছে ১৫০ হেক্টর জমিতে। এছাড়াও কোষারানীগঞ্জে ২টি এবং নওয়াঘাট ১টি এলএলপির সাহায্যে ১২০ হেক্টরে সেচ দেওয়া হচ্ছে। রানীঘাট রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আতাউর রহমান বলেন, রানীরঘাট ড্যামের আওতায় ২১টি এলএলপির সাহায্যে সেচ দেওয়া হচ্ছে ৬৩০ হেক্টর জমিতে। এছাড়াও ড্যামের পানির সুফল ভোগ করছে বোচাগঞ্জ উপজেলার ওসুরগাঁও, সাতপুকুর, বিদধইল, আনড়া, পরমেশ্বরপুর, নারোল, কোদালকাঠী, সুখদেবপুর ও কোকরাডাঙ্গি গ্রামের কৃষক। এসব গ্রামে স্থাপিত ১০টি এলএলপি আওতায় সেচ যাচ্ছে ৩শ হেক্টর জমিতে। সবমিলে রানীঘাট রাবার ড্যামে উপকৃত হচ্ছে ৫শতাধিক কৃষক।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ভূ-উপরিস্থ পানিতে পলি ও জৈব উপাদান থাকায় রাবার ড্যাম এলাকায় এখন যে কোনো ফসলের ফলন বেশি হবে। তা ছাড়া ভূ-গর্ভস্থ পানির ব্যবহারে চাপ কমবে। এতে এলাকার জীববৈচিত্র হুমকির হাত থেকে পরিত্রাণ পাবে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব হওয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে নানা মূখি পদক্ষেপের গ্রহন করেছে। তাই দেশ আজ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ন নয় আমরা বিদেশে খাদ্য রপ্তানীও করছি।
আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেন, বৈষিক উষ্ণয়ান উপর গুরুত্ব দিয়ে নদী গুলোতে বাঁধ দিয়ে ভূ-উপরস্থ পানির ব্যবহার এবং ভূ-গর্ভস্থ পানির যথেচ্ছা ব্যবহার বন্ধে ও কৃষি, শিল্পসহ প্রতিটি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে বর্তমান সরকার দেশকে আজ বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছে। যার সুফল জনগন ভোগ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ