চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় ওড়না পেচানো এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ছাত্রী উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের রশিক নগর-শিরোটোলা গ্রামের কবির হোসেনের মেয়ে এবং পার ঘোড়াপাখিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মোসাঃ শ্যামলী খাতুন ।
শিবগঞ্জ থানার এস আই ইকবাল হোসেন জানান, প্রতিদিনের মত কবিরের স্ত্রী তার দুই শিশুকন্যা কে নিয়ে় রাত্রে খাবার পরে নিজ বাড়িতে ঘুমোতে যায়। ভোরে সেহরি খাওয়ার সময় সাজেদা বেগম না ওঠায় পার্শ্ববর্তী বাড়ির লোকজন শ্যামলীর মাকে ঘুম থেকে উঠাতে গিয়ে় বাইরে থেকে দরজা লাগানো দেখে এলাকাবাসীরা দরজা খুলে শ্যামলীর মা ও তার দুই মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে এবং শ্যামলীর মা ও তার ছোট বোনের জ্ঞান ফিরে আসলে থানা-পুলিশ শ্যামলীর মা ও তার বোনকে জিজ্ঞাসাবাদ করা হলে তার মা ও বোন কিছুই বলতে পারছেনা। তবে কি কারনে শ্যামলী মারা গেছে তার সঠিক কারন জানাতে পারেনি পুলিশ।
নিহত শ্যামলীর মা আলেয়া বেগম জানান,আমার দুই মেয়ে ও আমার গলায় স্বর্নের মালা ছিল। এ ছাড়া দুই মেয়ে পায়ে নূপুর ছিল সেগুলো খুলে নিয়ে গেছে হত্যাকারিরা। এছাড়া বড় মেয়ে এখনো সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে। তবে বাড়ীর অণ্যাণ্য মালামাল সব কিছুই ঠিক ঠাক রয়েছে। তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে বাড়িতে চুরি বা ডাকাতির উদ্দ্যেশে কেউ এসে এ ঘটনা ঘটিয়েছে । নিহতের গলায় ওরনা দিয়ে পেঁচানো থাকায় পুলিশের ধারনা শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে কিশোরী টি কে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ উদ্ধার করে সদর থানায় মগে পাঠায়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।