• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

মহাসড়ক যানযটমুক্ত ও দূর্ঘটনা এড়াতে সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেটঃ : বুধবার, ২৩ মে, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
সড়কে যানযট মুক্ত রাখতে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ ফকিরহাট মাওয়া মহাসড়কে দুইপার্শে সকল প্রকার অবৈধ স্থপনা ভেঙ্গে দিয়েছে। ২২মে বুধবার সকালে সড়কের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদের নেতৃত্বে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া থেকে শুরু করে মোল্লাহাটের জয়ডিহি পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধ গড়ে উঠা সকল স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এদিন ফকিরহাট বিশ^রোড মোড়, ফলতিতা বাজার ও জয়ডিহি সহ কয়েকটি স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে ফকিরহাট মাইক্রো স্টান্ডে মহাসড়কের পাশে অবৈধভাবে স-মিলের গাছ রাখার অপরাধে স্থানীয় স-মিল মালিক গোপাল ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন বাগেরহাট জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহ্রিযার মুক্তার। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী রাশিদুল রেজা, মোঃ সোহেক হোসেন ও মোঃ মাসুদ ডাকুয়া, সার্ভেয়ার নাইমুল ইসলাম, হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন প্রমূখ। বাগেরহাট-মাওয়া মহাসড়কের দুই পাশে অবৈধ স্থপনা গড়ে উঠায় সম্প্রতি সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার ফলে বাগেরহাট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদের নেতৃত্বে এদিন উক্ত অভিযান পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ