চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তপক্ষ কতৃক প্রকাশিত কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০১৮ এর আলোকে রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন, উপজেলা মেডিকেল অফিসার ডঃ এমএ মতিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল আকরাম, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সেরিনা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল বারী, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক(অনুষ্ঠান ও খবর) নয়ন আলী, ও সহকারি টেকনিক্যাল শাহরিয়ার শিমুল। সভায় ১৬ সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতির দায়িত্বে থাকবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন, স্থানীয় পৌরসভার ভাইস চেয়ারম্যান, উপজেলা কৃষি অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা প্রকৌশলী, উপজেলা শিক্ষা অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা তথ্য অফিসার, বাংলাদেশ বেতার রাজশাহীর প্রতিনিধি, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা, স্থানীয় বিদ্যুত কর্তৃপক্ষের প্রতিনিধি এবং রেডিও মহানন্দার প্রতিনিধি। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তিক মনোনীত এলাকার বিশিষ্ট নাগরিক হিসেবে, বীর মুক্তিযোদ্ধা মনিমউদ্দোলা চৌধুরী এবং আদিবাসী নেতা কর্নেলিউস মুর্মুকে কমিটির সদস্য হিসেবে নির্বাচন করা হয়। সভায় প্রতি ২মাসে একবার উপদেষ্টা কমিটির মিটিং করার সিদ্ধান্ত নেয়া হয়।