চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা থেকে মঙ্গলবার মাদক বিরোধী অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসআই রাশিদুল ইসলাম রুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম’র নির্দেশে চরবাগডাঙ্গা হাট ও গুঠাপাড়া থেকে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে ১৫ গ্রাম করে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চরবাগডাঙ্গা হাট এর হাজ্বি মো. মহসিন এর ছেলে নিজাম (৪০) ও গুঠাপাড়ার সোনাদ্দি মন্ডলের ছেলে রুহুল (৪২)। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই রাশিদুল।