• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

অনিয়ম করেই চলছে ৫ টি বাজার নেই ইজারা ডাক

আপডেটঃ : শনিবার, ২৬ মে, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
একবেলা কিংবা এক দু’দিনের নয়। প্রতিদিনই নিয়মিত বাজার বসছে। স্থায়ী দোকানপাটও আছে। বছরের পর বছর চলছে। অথচ সরকারী কোনো ইজারা ডাক নেই। উল্লাপাড়ার এমন ৫টি নিয়মিত বাজার অনিয়ম করেই চলছে। এর একটি দীঘলগ্রাম বাজার এক ব্যাক্তির মালিকানায় চলছে। অপরগুলো দু’যুগেরও বেশি সময় চলছে বলে জানা গেছে। এ বাজার গুলো হলো- ধামাইলকান্দি বাজার, চড়ইমুড়ি বাজার, নলসোন্দা বাজার ও নাগরুহা বাজার। বাঙ্গালা ইউনিয়নের ধামাইলকান্দি বাজার প্রায় আড়াই যুগ আগ থেকে চলছে। এ বাজারে শতাধিক স্থায়ী দোকানপাট রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন পণ্যের অস্থায়ী বহু সংখ্যক দোকান বসে। প্রতিদিন সকাল থেকে বেশ রাত অবধি বাজারটি খোলা থাকে। কয়ড়া ইউনিয়নের গয়হাট্রা সড়ক পথের চড়ইমুড়ি এলাকায় চার মাথায় প্রায় দু’যুগ হলো নিয়মিত বাজার বসছে। এ বাজারে ৫০ থেকে ৬০ টি স্থায়ী দোকান ঘর আছে। উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা (ছোট্র বাখুয়া) বাজারটি প্রায় দু’যুগ ধরে নিয়মিত চলছে। একই ভাবে নলসোন্দা বাজারটি বছরের পর বছর ধরে নিয়মিত বসছে। এদিকে উধুনিয়া ইউনিয়নের দীঘলগ্রামে ব্যক্তি মালিকানায় একটি নিয়মিত বাজার বসানো হয়েছে। প্রায় দেড় বিঘা জমির উপর বাজারটি চলছে। এ জায়গার মালিক সামছুল সরকার প্রতিমাসে দোকানিদের কাছ থেকে ভাড়া নেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, কোন অবস্থাতেই ব্যক্তি মালিকানায় এবং ইচ্ছেমতো যেখানে সেখানে হাটবাজার বসানো যায় না। এ বাজার গুলো বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান। তিনি ইতিমধ্যেই একাধিক এমন বাজার থেকে সরকারী  খাস কালেকশনের বিষয়ে পদক্ষেপ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ