উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলাদা দুটি সন্ত্রাসী ঘটনা হয়েছে। আজ শনিবার প্রতিবেশীদের প্রতিহিংসার জেরে দু’ মহিলা মারপিটে গুরত্বর আহত হয়ে এখন হাসপাতালে রয়েছে। অপর দিকে পূর্ব বিরোধের জেরে গভীর রাতে একজনের বসতবাড়ী আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানা যায়। জানা গেছে, বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের শনিবার সকাল সাড়ে আটটার দিকে বিধবা আনোয়ারা খাতুন (৪৫) ও মকবুল হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪৫) কে মারপিট করা হয়। একই গ্রামের মোকছেদ আলী, মান্না, মাসুদ, নজরুল, রনি সহ আরো ক’জন একজোট হয়ে এদেরকে মারপিট করে। এ মারপিটে াহতরা সাড়ে বারোটার দিকে স্থানীয় কাওয়াক সরকারি হাসপাতালে চিকিৎসায় ভর্তি হয়েছে। এদের অভিযোগ মারপিটকারীদের কর্মকান্ড নিয়ে বিভিন্ন সময়ে স্বাক্ষ্য দেয়া এবং বসতবাড়ি থেকে উচ্ছেদে বিভিন্ন হুমকির পর মারপিট করা হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার ফিরোজ হোসেন তালুকদার জানান, এদের আঘাত খুবই গুরত্বর। অপরদিকে শুক্রবার গভীর রাতে চকবাঙ্গালা গ্রামে পূর্ব বিরোধের জেরে হাফিজুর রহমান বুলবুলের ঘর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। বুলবুলের পরিবার পক্ষ জানায়, গত ২৩ মে একই গ্রামের ১১ জনকে আসামী করে একটি মামলা দায়েরের জেরে তারা এ ঘটনা ঘটিয়েছে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা যায়।