ভোলা প্রতিনিধি॥
ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নে গত ১৫ই মে তানজিম আক্তার মালা ও তার ছোট বোনকে ঘুমন্ত অবস্থায় এসিড নিক্ষেপ করে। এই ঘটনায় ঐ দিনই মালার মা বাদী হয়ে ভোলা সদর থানায় একটি মামলা করে, যাহার নং- ৪৩। ঐ মামলার ভিত্তিতেই পুলিশ গতকাল রাতে দক্ষিন দিঘলদী থেকে মহাব্বত হাওলাদার অপু কে আটক করে। শনিবার দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের ভোলা পুলিশ সুপার মোকতার হোসেন জানান, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে মালা ও তার বোনকে এসিড নিক্ষেপ করেছে অপু। মালা অপু ছাড়াও ইসমাইল ও রাজিব নামে ২ ছেলের সাথে প্রেম করেছে। আর অপুর সাথে করেছে অভিনয় এবং বিভিন্ন সময় মালা কে নিয়ে অপু বাংলাবাজার রেষ্টুরেন্টে খাবার খেয়ে রিক্সা ভাড়া দিয়ে বাড়িতে পৌছিয়ে দিত। এক পর্যায়ে অপুর সাথে মালা ছলনা করছে তা জানতে পেরে গত ১৪ই মে রাত্র ১২ টার সময় শান্তিরহাট নামক অটো রিক্সার গ্রেজের ব্যাটারি থেকে সিরিঞ্জের মাধ্যমে এসিড নিয়ে মালার বাড়িতে এসে ১৫ই মে রাত্র ২ টার সময় জালানা দিয়ে মালাকে ঘুমন্ত অবস্থায় এসিড নিক্ষেপ করে অপু। আটক কৃত অপু দক্ষিন বালিয়া গ্রামের ৫নং ওয়ার্ডের মানিক হাওলাদারের ছেলে এবং ভোলা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ, সহকারী পুলিশ সুপার সাব্বির হোসেন প্রমুখ।