সিংড়া (নাটোর) প্রতিনিধি॥
নাটোরের সিংড়ায় মাদক বিরোধী অভিযানে ২৫পিচ ইয়াবা ও ০.০৫ হেরোইন সহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। রোববার রাতে ও সোমবার দুপুরে পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত হলো, উপজেলার কলম ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঈসমাইলের ছেলে ইয়াকুব আলী (২৫), কলম হাট কদমতলী গ্রামের জিল্লুর সরদারের ছেলে গোলাম তারিফ ও চামারী ইউনিয়নের রুদ্র চামারী গ্রামের হেলালের স্ত্রী শাহিদা (৩০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ও সোমবার দুপুরে সিংড়া থানার এসআই খাইরুজ্জামান,শাহেদ,আনহার এর নেতৃত্ব উপজেলার কলম ও চামারী ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫পিচ ইয়াবা ও ০.০৫ হেরোইন সহ তাদের আটক করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে। আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সারাদেশব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। সিংড়াতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যহত থাকবে।