• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

মাদক ব্যবসায়ীরা সিরাজগঞ্জে ১০ দিনে ২৮ জন গ্রেফতার

আপডেটঃ : সোমবার, ২৮ মে, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জে গত ১০ দিনে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন তালিকাভুক্ত শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী রয়েছে। এদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ অভিযানে দিশেহারা হয়ে পড়েছে মাদক ব্যবসায়ীরা। ছোটখাট ব্যবসায়ীরাও গা ঢাকা দিয়েছে।
আটকরা হলেন, সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে ৯টি মামলার আসামী নজরুল ইসলাম পাক্কি (৪৮), পৌর এলাকার হোসেনপুর মহল্লার আবু বক্কার সিদ্দিকর ছেলে তুহন (৩৬), চক শিয়ালকোল গ্রামের মৃত আসাব আলীর ছেলে সোনাউল্লাহ ওরফে সানা (২৮), দিয়ার ধানগড়া মহল্লার মৃত এহেদ আলীর ছেলে হবিবর রহমান ওরফে পাঞ্জাব (৬০), দত্তবাড়ি মহল্লার মৃত বেলালের ছেলে সোহেল (২৫), দিয়ার ধানগড়া মহল্লার আব্দুস সালামের ছেলে শাহীন (৩০), রেলওয়ে কলোনী মহল্লার মৃত ইদ্রিস আলীর স্ত্রী চম্পা বেগম ওরফে জটালি (৪২), চর মালশাপাড়া মহল্লার সাহেব আলীর ছেলে মেরাজ আলী (২৩) একই মহল্লার আশান শেখের ছেলে রাসের শেখ (২২), বাবু শেখের ছেলে ইমরান শেখ (২২), ধোপাপাড়া মহল্লার ইসমাইল হোসেনের ছেলে দুই ছেলে রহমত উল্লাহ (২৪) ও ফিরোজ হোসেন (৪০), রেলওয়ে কলোনী মহল্লার মিলন মিয়ার স্ত্রী হুসনা বেগম (৩৮), রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মন বাড়িয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে জাকির হোসেন (৩২), সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার হরমুজ আলীর ছেলে আব্দুস সালাম (৪৭), রেলওয়ে কলোনী মহল্লার আ. মালেকের ছেলে সবুজ (৩০), একই মহল্লার রেজাউলের স্ত্রী পপি খাতুন (৩৫), মাহমুদপুর ৩নং গলির মৃত দানেজ শেখের ছেলে নাসির শেখ (৪৫), চর বনবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে তাইজুল ইসলাম ওরফে কাইজুল, রায়পুর পশ্চিমপাড়া মহল্লার মৃত আবু হানিফের ছেলে গোলাম মোস্তফা (২১), হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার মৃত সানাউল্লাহর ছেলে নজরুল ইসলাম (৫৫), মাহমুদপুর ১নং গলির মৃত মনিরের স্ত্রী শেফালি বেওয়া (৪৯), পাইকপাড়া গ্রামের সামাদ মন্ডলের ছেলে আশরাফুল মন্ডল (২৫), দিয়ার বৈদ্যনাথ গ্রামের হযরত আলীর ছেলে মাসুম শেখ (২৩), মাহমুদপুর মহল্লার আশরাফুলের ছেলে রুমি শেখ (২৬), মাহমুদপুর পূর্বপাড়ার ইমান আলী শেখের ছেলে বাবু শেখ (৩৮), সদর উপজেলার হরিণা বাগবাটি গ্রামের আফছার আলীর ছেলে সুজন (৩০) এবং হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মৃত নাসির উদ্দিনের ছেলে সাইদুর রহমান ওরফে অলি (৪২)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, গত ১৮ মে থেকে সিরাজগঞ্জে শুরু হয়েছে মাদক বিরোধী বিশেষ অভিযান। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে একের পর এক শীর্ষ স্থানীয় মাদক বিক্রেতাদের গ্রেফতার করা হচ্ছে। এদের কাছ থেকে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আটকদের মধ্যে নজরুল ইসলাম পাক্কির বিরুদ্ধে ৯টি, ইমরানের বিরুদ্ধে ১০টি, হুসনা বেগমের বিরুদ্ধে ৯টি, শেফালীর বিরুদ্ধে ৬টি, আব্দুস সালাম ও সবুজের বরুদ্ধে ৫টি,  ফিরোজ হোসেন, নাসির শেখ, সাইদুর রহমান অলি ও পপির বিরুদ্ধে ৪টি, মেরাজ, আব্দুস সালাম, রুমি শেখ ও চম্পা বেগমের বিরুদ্ধে ৩টি, সুজনের বিরুদ্ধে ২টি ও বাকিদের বিরুদ্ধে ১টি করে মামলা রয়েছে। এদের মধ্যে তালিকাভুক্ত রয়েছেন ৭ মাদক ব্যবসায়ী। পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ