কমলগঞ্জ প্রতিনিধি॥
মৌলভীবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ মে) দুপুর ২ টার দিকে শহরের সুলতানপুর এলাকার মীরের বাড়ির পুকুরের এ ঘটনাটি ঘটে। তারা হলো মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকার চান মিয়ার মেয়ে অঞ্চনা বেগম (৭) একই এলাকার ইদ্রিছ মিয়ার মেয়ে তামান্ন্ বেগম (৭) । স্থানীয়রা জানান, স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পুকুর পাড়ে তানিয়া, অঞ্জনা ও আয়েশা খেলা করছিলো। এ সময় তারা পানিতে গোসলের জন্য নামলে তিনজনই সেখানে ডুবে যায়। পরে ইমরান হোসেন নামে এক যুবক আয়েশাকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাকে উদ্ধার করলে সে জানায় আরো দু’জন পানিতে ডুবে আছে। পরে তানিয়া ও অঞ্জনাকেও উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিসুজ্জাম্মান বিষয়টি প্রতিনিধিকে নিশ্চিত করেন।