দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটোসাংবাদিক শহিদুল আলমকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান জানান, শহিদুল আলমের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়, যার নম্বর-৫। এই মামলার বাদী হয়েছেন ডিবি উত্তরের ইন্সপেক্টর মেহেদী হাসান। মামলাটি তদন্ত করছেন ইনিসপেক্টর আরমান আলী।
এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাতরা রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। শহিদুলের পরিবারের লোকজন ও সহকর্মীরা এই তথ্য জানিয়েছেন।