ষ্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। মারা গেছেন তিনজন।
প্রায় তিন মাস পরে এক দিনে করোনা শনাক্ত ২০০-এর নিচে নামল। এর আগে এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১৮ ডিসেম্বর। ওই দিন করোনা শনাক্ত হয়েছিল ১২২ জনের।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে ১১ হাজার ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ১ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন ১৩ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষা হয়েছিল। তখন শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৬। ওই দিন শনাক্ত হয়েছিল ২৫৭ জন। আর মৃত্যু হয়েছিল পাঁচজনের।