• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

জয়পুরহাটে শতাধিক শিশু পেল ঈদের নতুন জামা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

জয়পুরহাট প্রতিনিধিঃ- ঈদের আনন্দ ভাগাভাগি করতে জয়পুরহাটে সুবিধা বঞ্চিত শতাধিক শিশুদের ঈদের নতুন জামা ও তাদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যার আগে শহরের হাজী মাদ্রাসা রোডের শিশু বিকাশ প্রি-ক্যাডেট স্কুল চত্তরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিমপাথী টু ইউ’ এর উদ্যোগে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান মশিউর রহমান, জয়পুরহাট জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ জান্নাতুন ফেরদৌস শাপলা, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নেহারি জান্নাত, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসনিম সিদ্দিকি ও শিশু বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে শতাধিক শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। হাতে ঈদের জামা পেয়ে শিশুদের বেশ হাসিখুশি দেখা যায় ।

সংগঠনের চেয়ারম্যান মশিউর রহমান জানান, এলাকার সুবিধা বঞ্চিত সকল শিশুর জন্য পারিনি, সম্ভবও না, তবে এক’শর বেশি শিশুদের ঈদের নতুন জামা-কাপড়, ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করেছি। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য তাদের মুখে হাসি ফুটানোই ছিল আমাদের মূল উদ্দেশ্যে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ