বগুড়ায় অনুমোদনহীন ও নকল প্রসাধনী বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শহরের নিউমার্কেট ও চুড়িপট্টিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ঈদকে সামনে রেখে বগুড়া শহরের নিউমার্কেট ও চুড়িপট্টিতে প্রসাধনীর দোকানগুলোতে অভিযান চালানো হয়। এসময় নিউমার্কেটের শাহ বিপনিকে অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে ২০ হাজার ও চুড়িপট্টিতে মা স্টোরকে নকল প্রসাধনী বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুইটির স্বত্বাধিকারি জরিমানার টাকা পরিশোধ করেছেন। আমাদের এ ধরণের অভিযান চলবে।