• সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

ইলিশ খাওয়া নিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ নয়। এ সময় ইলিশের নামে জাটকা খাওয়া হয়, যা সুষ্পষ্টভাবে আইনের লঙ্ঘন।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া শুরু হয়েছে ঢাকায়। সারা দেশে এমনটা করে না।

একে আরোপিত সংস্কৃতি উল্লেখ করে তিনি আরও বলেন, পান্তা ভাতের সঙ্গে ভর্তা, মরিচ বা অন্য মাছ খেলে তো অসুবিধা নেই।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জাটকা সংরক্ষণ করতে হবে। আগামী ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।

জাটকা সংরক্ষণে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সময়ে কেউ জাটকা ধরলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা চলছে বলেও এ সময় জানান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ