রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে আটতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।
আজ রোববার (২৮ মে) দুপুরে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুপুর ১টা ৩৩ মিনিটে আদাবরের ৮তলা ভবনের বেজমেন্টে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ভবনের দ্বিতীয় তলা থেকে তিনজনকে (দুজন নারী ও একজন পুরুষ) নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ বাসাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।