• শনিবার, ০১ মার্চ ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

‘সুষ্ঠু নির্বাচনে বাধা যারা, তাদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসানীতি’

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ জুন, ২০২৩

দেশে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা সৃষ্টি করবে তাদের জন্যই যুক্তরাষ্ট্র ভিসানীতি দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, যারা নিশিরাতে ভোট চুরি করে ক্ষমতায় আছে, এটা তো তাদের (আওয়ামী লীগ) জন্য।

শনিবার (১৭ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে শহীদ শাহ মাঈনুল আহসান চৌধুরী পিংকুর ৪৩তম স্মরণসভায় এসব কথা বলেন তিনি। স্মরণসভার আয়োজন করে রাজশাহীর শহীদ পিংকু স্মৃতি সংসদ।

নজরুল ইসলাম খান বলেন, কিছুদিন আগেই আওয়ামী লীগ বলেছে বহির্বিশ্বের কেউ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেনি। অথচ ইউরোপীয় ইউনিয়ন সরাসরি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে, এখন কেন আওয়ামী লীগ নেতারা চুপসে গেছে?

স্মরণসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি।

স্মরণসভা চলাকালীন পোশাক পরে এক পুলিশ কর্মকর্তা কর্তৃক ডায়াসের ছবি তোলার ঘটনার সমালোচনা করে রিজভী বলেন, ‘এই মঞ্চে যারা বসে আছেন, একজন মন্ত্রী ছিলেন, আরেকজন রাষ্ট্রদূত ছিলেন। পোশাক পরা পুলিশ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর দুঃশাসন না থাকলে পুলিশ এখানে এসে ছবি তুলে নিয়ে যায়? আমরা এখানে একটি স্মরণসভা করছি। দেশের বরেণ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন অথচ পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায়। একটি রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি বলেই এই ধরনের অসাদচারণ।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আইনের কাছে দায়বদ্ধ নয়, জনগণের কাছে নয়, তারা দায়বদ্ধ শেখ হাসিনার কাছে।’

রিজভী বলেন, ‘গণতন্ত্রের শক্ত খুঁটি হলো তার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আদালত, প্রশাসন, নির্বাচন কমিশন, প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়া। গণমাধ্যমের স্বাধীনতা যে দেশে নিশ্চিত হয় না সেটা গণতান্ত্রিক দেশ না, সেটা নাৎসিবাদী দেশ। যে দেশে আদালত স্বাধীনভাবে বিচার করতে পারে না, সেটা কোনোভাবেই গণতান্ত্রিক দেশ না।

স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুও বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ