• শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

বেহেশতের টিকিট বিক্রি করছে একটি দল, সতর্ক করলেন তারেক রহমান

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে, একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় বিএনপির বর্ধিত সভার সমাপনী ভাষণে তিনি এ মন্তব্য করেন বলে সভা সূত্রে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার রাত ১১টায় বর্ধিত সভা শেষ হয়, যেখানে সভাপতির বক্তব্য দেন তারেক রহমান। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ‘ইস্পাত কঠিন’ ঐক্য ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, সাড়ে পাঁচ মাস আগে তিনি সতর্ক করেছিলেন যে, নির্বাচনকে ঘিরে এক অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করবে। এখন সেই ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে।

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি দল জনগণের কাছে দাবি করছে যে তারা বেহেশতের টিকিট বিক্রি করছে। মিথ্যার ওপর ভিত্তি করে গড়া এই দল যেকোনো কিছু করতে পারে। দৃশ্যমান হোক বা অদৃশ্য, এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ভারতের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, প্রতিবেশী দেশ বসে থাকবে না, তারা বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্র করবে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ